Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ এপ্রিল ২০২৫

কমিটি গঠন/মেয়াদ বর্ধিতকরণ

তারিখ বিবরণ
১৫/০৪/২৫ Hinge Zone ও Hinge Zone সংলগ্ন ২বি, ৩এ, ৩বি, ৪এ, ৪বি নং ব্লকে অবস্থিত চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রাজবাড়ী, সিরাজগঞ্জ এলাকায় ২ডি সাইসমিক সার্ভে কার্যক্রম সম্পাদনের যৌক্তিকতা নির্ণয়পূর্বক Line Design, Coordinates এবং Acquisition Parameter ইত্যাদি কার্যক্রম
১১/০৩/২৫ সুবর্ণচর, ফেনী এবং শৈলকূপা প্রসপেক্ট ও তৎসংলগ্ন এলাকায় ২৫০০ বর্গ কি. মি. ৩-ডি সাইসমিক সার্ভে করার লক্ষ্যে প্রকল্প প্রস্তাব প্রণয়নের নিমিত্তে উক্ত প্রকল্প প্রস্তাবটি অধিকতর যাচাই-বাছাই করার জন্য কমিটি পুনর্গঠন
০৩/০৩/২৫ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে গত ০৯-০২-২০২৫ তারিখে অনুষ্ঠিত "২০০০ হর্স পাওয়ার রিগ ক্রয় শীর্ষক" প্রকল্পের ডিপিপি'র উপর প্রকল্প যাচাই কমিটির সভার আলোচনা ও সিদ্ধান্ত (ক্রমিক-৪,৪) অনুযায়ী রিগের Specification এর বিষয়ে প্রয়োজনীয় মতামত প্রদান
২৮/০১/২৫ দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের জন্য ২০২৫-২০২৮ সালের মধ্যে ১০০টি কূপ খনন-ওয়ার্কওভার সংক্রান্ত সকল কার্যক্রম তদারকি ও অগ্রগতি পর্যালোচনার জন্য পরিকল্পনা ও আইসিটি বিভাগের চাহিদার প্রেক্ষিতে গঠিত মনিটরিং কমিটি পুনর্গঠন
অক্টোবর-ডিসেম্বর, ২০২৪